Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen's Charter

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্ভিস চার্টার :

ক্র. নং

সেবার সংক্ষিপ্ত বিবরণ

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বরত কর্মকর্তার পদবী ও ফোন নম্বর

বিএড/এমএড সংক্রান্ত:বিএড/এমএড প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষকদের কাছ থেকে আবেদন সংগ্রহ করে বিভাগীয় উপপরিচালক বরাবর প্রেরণ।

এপ্রিল মাসের মধ্যে

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

0568-61202,62296

উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জনের অনুমতি:বহিরাগত (প্রাইভেট) প্রার্থী হিসেবে শিক্ষকদের উচ্চতর যোগ্যতা অর্জনের অনুমতি প্রদান করা হয়।

৭ কার্যদিবসের মধ্যে

টাইমস্কেল:উপজেলা ডিপিসি কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইমস্কেল মঞ্জুরী আদেশ জারী করা হয়।

৭ কার্যদিবসের মধ্যে

পদোন্নতি:উপজেলা ডিপিসি কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শুন্যপদের ৬৫% সহকারী শিক্ষক হতে পদোন্নতি প্রদান করা হয়।

১৫ কার্যদিবসের মধ্যে

দক্ষতাসীমা:সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের দক্ষতাসীমা অতিক্রমের অনুমতি প্রদান করা হয়

৭ কার্যদিবসের মধ্যে

পিআরএল/লাম্পগ্রান্ট:জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতাধীন সকল উপজেলার শিক্ষক/শিক্ষিকা, ৩য় ও ৪র্থ শ্রেণীর সকল কর্মচারীর এলপিআর লাম্পগ্র্যান্ট মঞ্জুর করা হয়।

৭ কার্যদিবসের মধ্যে

পেনশন:জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আওতাধীন সকল উপজেলার শিক্ষক/শিক্ষিকা, ৩য় ও ৪র্থ শ্রেণীর সকল কর্মচারীর পেনশন মঞ্জুরী আদেশ প্রদান করা হয়।

১০ কার্যদিবসের মধ্যে

জিপিএফ (কর্মচারী):  ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল থেকে অফেরতযোগ্য ও চূড়ান্ত পরিশোধ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুর করেন।

৫ কার্যদিবসের মধ্যে

জিপিএফ (শিক্ষক/শিক্ষিকা):জিপিএফ হতে অফেরতযোগ্য ও চূড়ান্ত উত্তোলন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুর করেন।

৭ কার্যদিবসের মধ্যে

১০

গৃহ নির্মাণ:এ সংক্রান্ত আবেদন মঞ্জুরীর নিমিত্তে মহাপরিচালক মহোদয় বরাবর অগ্রায়ন করা হয়।

৩ কার্যদিবসের মধ্যে

১১

পাসপোর্ট:শিক্ষকদের পাসপোর্ট করার অনুমতি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে দেয়া হয়।

৫ কার্যদিবসের মধ্যে

১২

বিদেশ ভ্রমন: শিক্ষক ও কর্মচারীদের বিদেশ ভ্রমন ও গমন সংক্রান্ত আবেদন মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বরাবর অগ্রায়ন করা হয়।

৫ কার্যদিবসের মধ্যে

১৩

ছুটি:অত্রাফিসে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর ছুটি (বিদেশ ভ্রমন ব্যতিত) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঞ্জুর করেন।

৭ কার্যদিবসের মধ্যে

১৪

বদলী (শিক্ষক):শিক্ষকদের একই উপজেলায় বদলীর প্রস্তাব অনুমোদন করা হয়, বিভাগীয় অফিসের অনুমোদন সাপেক্ষে আন্তঃ উপজেলা বদলী করা হয়।

কর্মচারী:জেলার অভ্যন্তরে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী বদলী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার করেন।

৭ কার্যদিবসের মধ্যে

১৫

বকেয়া বিল:এ ধরণের দাবী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাপরিচালক বরাবর অগ্রায়ন করেন।

৫ কার্যদিবসের মধ্যে

১৬

বার্ষিক গোপনীয় প্রতিবেদন/অনুবেদন (অধস্তন অফিস থেকে প্রাপ্ত):প্রাপ্ত/পুরণকৃত ফরম প্রতিস্বাক্ষরান্তে এসিআর শাখায় প্রেরণ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা হয়।

৩১ মার্চ এর মধো

(প্রতি বছর)

১৭

বার্ষিক গোপনীয় প্রতিবেদন/অনুবেদন:প্রাপ্ত/পুরণকৃত ফরম অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার নিকট প্রেরণপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা হয়।

২৮ ফেব্রুয়ারী

১৮

তথ্য প্রদান/সরবরাহ: জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটরকে তথ্য প্রদান/সরবরাহ কর্মকর্তা হিসাবে ইতোমধ্যে দায়িত্ব দেয়া হয়েছে।

সম্ভব হলে তাৎক্ষনিক; না হলে সর্বোচ্চ ৩দিন